পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলিস সংশ্লিষ্ট ডিবিএল গ্রুপ ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট (সুতা উৎপাদনের বিশেষ একক)’ চালু করেছে।
সোমবার (১ আগস্ট) গাজীপুরের কাশিমপুরে কোম্পানিটির কারখানায় নতুন এই ইউনিটটির উদ্বোধন করা হয়।
কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ব্যবস্থাপনা পরিচালক এম.এ জব্বার, ভাইস-চেয়ারম্যান এম.এ. রহিম, পরিচালক এম.এ. কাদের, ব্যারিস্টার শামসুল হাসান, ইন্ডিপেন্ডন্ট ডিরেক্টর-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ অতিথিবৃন্দ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুতার বিশেষ চাহিদা বাড়তে থাকায় এই কারখানায় প্রতিদিন অতিরিক্ত ১০ টন তুলা উৎপাদন করা হবে। এতে কোম্পানির মুনাফাও বাড়বে। এই বাড়তি উৎপাদনসহ কোম্পানির মোট উৎপাদন দৈনন্দিন ৬১ টনে গিয়ে দাঁড়াবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply