ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের (অওঝউ) সকলে তাদের অনলাইন পেমেন্টর জন্য ইস্টার্ণ ব্যাংক লি.(ইবিএল) এর অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ইবিএল স্কাইপে’ ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি, ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্কাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার ও অওঝউ প্রধান আর্থিক কর্মকর্তা জিম জেনট্রাপ, ইবিএল এম-কমার্স ও ই-কমার্স প্রধান ফয়সাল ফাতে-উল ইসলাম এবং অওঝউ-এর ফাইন্যান্স প্রধান শফিক আহমেদসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply