প্রণোদনা প্যাকেজ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উচ্চ খেলাপি নিয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) কর্তৃক নানামুখি প্রশ্নের সম্মুখীন হয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাথে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) পূর্বনির্ধারিত এক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, করোনা মহামারিতে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় গত বছর ঋণ গ্রহীতারা কোনো টাকা পরিশোধ না করলেও খেলাপি দেখাতে পারেনি কোন ব্যাংক। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে একরকম ছাড় দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবুও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কেন খেলাপি ঋণ বাড়ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছে আইএমএফ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর একজন গ্রাহকের যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, আগামী ডিসেম্বরের মধ্যে তার ২৫ শতাংশ পরিশোধ করলেও তাকে আর খেলাপি করা যাবে না। এরপরও চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। যা মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ। করোনার শুরুর বছর ২০২০-এর ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply