রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং দুই প্রতিষ্টান কে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২১জুলাই) সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.জাহাঙ্গীর আলম বাবু এর নেতৃত্বে উপজেলার ষ্টেশন বাজার ও মৈশালা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯এর ৫৩ ধারায় ডাঃ স্বপন হোমিও হাসপাতাল ( প্রাঃলিঃ) ও শান্তি হোমিও হল এর মালিক ডাঃ স্বপন কুমার মন্ডলকে ১০,০০০ এবং বিএসটিআই আইন ২০১৮এর ১৬ধারা লংঘনে ৩১ ধারায় তালহা সুইটস মালিককে ২৫,০০০ সহ সর্বমোট ৩৫,০০০ টাকা জরিমানা আরোপ
ও আদায় করা হয়।
এ অভিযানে অবৈধ ৫ প্রকার ওষুধ জব্দ করা এবং ডাঃ স্বপন কুমার মন্ডলকে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হাসপাতালে ও চেম্বারে বৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশ প্রদান কর হয়।
সহযোগিতায় উপস্থিত ছিলেন, ফরিদপুর বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. মিতন,রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রমানিক, শৃঙ্খলারক্ষায় জেলা পুলিশ লাইনের একটি টিম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply