সোশ্যাল ইসলামী ব্যাংক লি. পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট সম্প্রতি মাসব্যাপী ই-পেমেন্ট সংক্রান্ত বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। প্রশিক্ষণে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে শুল্ক-করাদি, সরকারি ফি, চার্জ ইত্যাদি পরিশোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিতথেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত পঞ্চাশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের প্রধান খন্দকার মো. শরিফুল আলমসহ বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply