সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন রাজধানীতে ডা. মো. নুরুল আমিন তামিজী স্মরণসভা ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৬তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ঢাকার জোন ও কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নড়াইলের নড়াগাতীতে পানিতে ডুবে দুই জন শিশুর মৃত্যু  আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত, নদীভাঙনের শঙ্কা আইনানুগ, সংবিধানসম্মত ও নৈতিক যুক্তিনির্ভর পোষ্য কোটা সংরক্ষণে রেল সচিব ও ডিজি’র কাছে পোষ্য সোসাইটির আবেদন এইচএসসি পাসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ জোড়া গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি ডলারের দাম এক সপ্তাহে কমলো ২ টাকা ৯০ পয়সা

বিজিএমইএ-আইএলও যৌথ প্রকল্পের অধিনে এসডিআইআর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

চট্টগ্রামে বিজিএমইএ-আইএলও যৌথ প্রকল্পের অধীনে তৈরি পোশাক শিল্পের ‘সোশ্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এসডিআইআর)’ এর উপর ২ দিন ব্যাপী দুটি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী ও বিজিএমইএ’র পরিচালক এম. আহসানুল হক, বিজিএমইএ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শিল্প একটি শ্রমঘন শিল্প, যার ৮০% দেশের প্রান্তিক গোষ্ঠি থেকে ওঠে আসা অবহেলিত মহিলা। কিন্তু এ শিল্পের মাধ্যমে এদের আর্থ-সামাজিক অবস্থান পরির্বতন হয়েছে, ক্ষমতায়ন হয়েছে, কর্মসংস্থান হয়েছে। সর্বোপরি দেশের শিল্পায়নে তারা যুগান্তকারী অবদান রাখছে। তবে শ্রমঘন হওয়ায় এ শিল্পে মাঝে মাঝে অসন্তোষ সৃষ্টির পায়ঁতার হয়। দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রের কারণে এ শিল্পের সুনাম ক্ষুন্ন হয়। তিনি শ্রমিক-কর্মচারী ও প্রশিক্ষার্থীদের এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরিতে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ শিল্পের প্রতি অত্যন্ত আন্তরিক, করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে তিনি এ শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করেছেন। এজন্য তিনি বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় তৈরি পোশাক শিল্পে দক্ষতা, উৎপাদনশীলতা ও শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের মান উন্নয়নে বিজিএমইএ সর্বাত্মক প্রচেষ্ঠা চালায় মর্মে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এই সেশনে চট্টগ্রামের ১৭টি গার্মেন্টস প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS