মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

১ মাসে বরিশালে ঝরল ৫৭ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৪৭ Time View

বরিশাল এস এল টি তুহিন: বরিশালে গত এক মাসে সড়কে প্রাণ গেছে ৫৬ জনের। বেপরোয়া গতির পাশাপাশি সড়ক সরু হওয়ায় এ দুর্ঘটনাগুলো ঘটেছে বলে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পদ্মা সেতু চালুর পর সড়কে যান চলাচলের চাপ বাড়বে কয়েকগুণ। তাই ঢাকা-বরিশাল সড়ক চার লেন করার জোর দাবি উঠেছে। জানা গেছে, কান্নার আহাজারি গত ২৯ মে’র। ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস দুর্ঘটনায় নিমিষেই প্রাণ হারান ১০ জন। শুধু প্রাণহানি নয় পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই। তার দুদিন আগে বরিশাল নগরীর বান্দরোডে মোটরসাইকেল রাস্তার ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা দিলে ২ যুবক মারা যান। কলেজ পড়ুয়া টগবগে যুবকদের মৃত্যুতে শোকের মাতম চলে পরিবারে। এমন করেই প্রতিদিন বরিশালের সড়কে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। সর্বশেষ বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যানচাপায় মো. ইউনুস শেখ (৩৯) নামের সমবায় অধিদপ্তরের এক সহকারী পরিদর্শক নিহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের পাংশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। তিনি মুলাদী উপজেলা সমবায় অফিসে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মো. ইউনুস। মহাসড়কের অমৃত ফুড প্রোডাক্ট কারখানা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

বরিশালের বিএআরটিসির পরিচালক প্রকৌশলী জিয়াউর রহমান বলেন,  সচেতনতায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান বলেন, উন্নয়নের স্বপ্নটা যে দুঃস্বপ্নে পরিণত না হয়। একটা শঙ্কার জায়গা যেন পরিণত না হয়; কিন্তু সেটা হচ্ছে। ফোর লেনের রাস্তাটা একটি দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেছে। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানান, সরকার এখানে ছয়লেন করার জন্য প্রকল্প গ্রহণ করেছে। সেই কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ এর বাস্তবায়ন দেখতে পাবেন। রোড সেফটির এক জরিপে, গত মে মাসে বরিশালে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। আর প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ৩৫/৪০ জন রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS