মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি মেয়র 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৮ Time View
বরিশাল, এস এল টি তুহিন: বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন,একটি দেশে কত জনসংখ্যা আছে তা সঠিক জানা না থাকলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব না। তাই জনশুমারী খুবই প্রয়োজন। দূযোর্গ, সহযোগীতা ও উন্নয়নের জন্য এই জনশুমারী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এ সময় মেয়র বলেন, প্রধামন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে এই কার্যক্রমে জনগনকে সঠিক তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করার আহবান জানান।  

তিনি বলেন, সমগ্র পৃথীবির মধ্যে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশে জনশুমারি ও গৃহগননা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী কে ধন্যবাদ জানাই। বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বেলা ১২ টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত বাসভবনে বরিশালের জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের পরিচালক সাইদুর রহমান। জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ও তার পরিবারের সদস্য গননার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।বরিশাল সিটি করপোরেশনের সুত্রে জানা যায়,বরিশাল নগরীর জনশুমারী ও গৃহগণনা কাজে নিয়োজিত সুপারভাইজার ১৪৪ জন গণনাকারী ৮৩৬ জন মোট ৯৮০ জন। এই কার্যক্রম আজ থেকে ৭ দিন চলমান থাকবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS