ক্রেডিট রেটিংয়ে এগিয়েছে সিটি ব্যাংক। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) সিটি ব্যাংককে দীর্ঘমেয়াদি রেটিং এএ২ থেকে এএ১ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-২ থেকে এসটি-১-এ উন্নীত করেছে।
মঙ্গলবার (৭ জুন) ব্যাংকটির এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায়।
ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, কম খরচে স্থিতিশীল আমানতের ভিত্তি, অপেক্ষাকৃত কম কেন্দ্রীভূত বৃহৎ ঋণ ও অগ্রিম ঋণের বিপরীতে অতিরিক্ত সংস্থান সংরক্ষণ, আয় ও ব্যয়ের সুব্যবস্থাপনা এবং ভালো তারল্য অনুপাত বিবেচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ১ এর অর্থ হলো-ব্যাংকটির আর্থিক প্রতিশ্রুতি পূরণে রয়েছে সুদৃঢ় সক্ষমতা। আর স্বল্পমেয়াদী রেটিং এসটি-১ এর অর্থ হলো ব্যাংকটির রয়েছে সময়মতো ঋণ পরিশোধের সর্বোচ্চ ক্ষমতা, ভালো আর্থিক তারল্য, অভ্যন্তরীণ তহবিল গঠন ও বিকল্প তহবিল ব্যবস্থাপনার সর্বোচ্চ সক্ষমতা।
ব্যাংকটি ক্রেডিট রেটিংয়ে অগ্রগতি লাভে সহায়তার জন্য তার গ্রাহক, শেয়ারহোল্ডার, নীতিনির্ধারক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply