শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

১৬ বছর ধরে শীর্ষ ব্রোকারের স্থান লংকাবাংলার দখলে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৮০ Time View

২০২১ সালেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের ভিত্তিতে শীর্ষ ব্রোকারের স্বীকৃতি পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল)। এ নিয়ে প্রতিষ্ঠানটি টানা ১৬ বছর শীর্ষ ব্রোকারের তালিকা ধরে রেখেছে।

লংকাবাংলা সিকিউরিটিজ হাউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ অর্জনের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গ্রাহক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই, সিএসই, কর্মকর্তা-কর্মচারী এবং অন্য শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, লংকাবাংলা ও এর পরিষেবার ওপর গ্রাহকদের অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের এ অর্জনকে সাফল্যমন্ডিত করেছে। এজন্য গ্রাহকরাই সার্বিক প্রশংসার দাবিদার। তাদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন ছাড়া লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে শীর্ষ অবস্থান ধরে রাখা সম্ভব হতো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS