বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ‘Employees Wellness Day-2026’ আয়োজন এনএসইউ সরস্বতী পূজায় ভিভোর প্রাণবন্ত উপস্থিতি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘর রূপগঞ্জে দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীকের গণসংযোগ  সঠিক সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে সহায়ক: ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

৫০তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি

মকবুল হোসেন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারী লময়মনসিংহ জেলা প্রশাসন এবং বিপিএসসি আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন। তিনি বলেন, আমাদের নির্ধারিত মিশন ও ভিশন বাস্তবায়নে বিপিএসসি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তবে আসন্ন ৩০ জানুয়ারির প্রিলিমিনারি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশ্নফাঁস প্রতিরোধ।

প্রধান অতিথি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী পরীক্ষাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতির চেষ্টা করা হয় উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার্থীদের তল্লাশি ও পর্যবেক্ষণের সময় এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যেকোনো অনিয়ম তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। এছাড়াও শুক্রবার (৩০ জানুয়ারি) ময়মনসিংহের বিপিএসসি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ১৩টি কেন্দ্রের কেন্দ্রপ্রধান, হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

বিপিএসসি আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক কামরুন্নাহার শেফার সঞ্চালনায় সেমিনারের শুরুতে পরীক্ষা সংশ্লিষ্ট নিয়ম-কানুন নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। জানানো হয়, ময়মনসিংহের ১৩টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি জানান, প্রশাসন ও পুলিশ যৌথভাবে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজন করতে বদ্ধপরিকর।

জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে প্রদত্ত সকল নির্দেশনা দায়িত্বশীলতার সঙ্গে অনুসরণ করতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপারের প্রতিনিধি জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধে পুলিশ সদা তৎপর থাকবে। একই সঙ্গে যানজট এড়াতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

সিভিল সার্জনের প্রতিনিধি বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে মেডিক্যাল অফিসার ও একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

সমাপনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, কিছু প্রেসে প্রিলিমিনারি পরীক্ষায় পূর্ববর্তী প্রশ্নের ধরণ অনুসরণ করে নতুনভাবে প্রশ্ন প্রণয়ন করা হতে পারে। এ কারণে প্রশ্নফাঁস ও গুজব রোধে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও মোবাইল কোর্টকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। আন্তজেলা থেকে আগত পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সময়মতো নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে জন্য পরীক্ষা চলাকালীন সড়কগুলো যানজটমুক্ত রাখার নির্দেশ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS