
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: গত ২৩ জানুয়ারি, শুক্রবার, পটিয়া উপজেলাধীন বাকখালী সাধনানন্দ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে ভদন্ত দীপানন্দ মহাথেরো’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ভদন্ত দীপানন্দ মহাথেরোকে প্রধান উপদেষ্টা মনোনীত করে আগামী তিনবছরের জন্য (২০২৬-২০২৯) কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক সুনন্দ মহাস্থবির ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ভদন্ত প্রিয়বোধি স্থবির এবং অর্থ সম্পাদক নির্বাচিত হন ভদন্ত লোকরত্ন স্থবির।
এছাড়াও পুনর্গঠিত কমিটির অন্যান্য পদধারী সভ্যগণ হলেন প্রধান উপদেষ্টা ভদন্ত দীপানন্দ মহাস্থবির , উপদেষ্টা ভদন্ত দয়ানন্দ মহাস্থবির, উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির, সহ-সভাপতি ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, যুগ্ম সাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতিধর্ম মহাস্থবির, সহ-সাধারণ সম্পাদক ভদন্ত স্বরুপানন্দ স্থবির, সাংগঠনিক সম্পাদক ভদন্ত আনন্দজ্যোতি স্থবির, পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত প্রজ্ঞাজ্যোতি স্থবির, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত সত্যজিৎ স্থবির, সহ-অর্থ সম্পাদক ভদন্ত সুমনবোধি ভিক্ষু, দপ্তর সম্পাদক ভদন্ত শরণপ্রিয় ভিক্ষু, ধর্মীয় সম্পাদক ভদন্ত সুমনপ্রিয় মহাস্থবির, হিসাব নিরীক্ষক ভদন্ত অর্পনজ্যোতি স্থবির, কার্যকরী সদস্যবৃন্দ ভদন্ত সৌরবোধি স্থবির, ভদন্ত সুমেধানন্দ ভিক্ষু, ভদন্ত সুপ্রিয়ানন্দ স্থবির ও ভদন্ত প্রজ্ঞাসেন ভিক্ষু।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply