দুই দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এই সফরে তিনি শেখ হাসিনা স্টেডিয়ামের ভূমি পরিদর্শন করবেন। সেই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন তিনি।
এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সফর শেষে ২৪ মে রাতেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে।
জালাল ইউনুস বলেন, ‘কালকে (আজ) তিনি আসবেন। এরপর তিনি হয়তো শেখ হাসিনা স্টেডিয়ামের ইনফাস্ট্রাকচার পরিদর্শনে যাবেন তিনি। তার সঙ্গে আমাদের একটি ডিনার আছে কালকে (আজ) সন্ধ্যার সময়। আর ২৩ তারিখে তিনি খেলা দেখবেন।’
২০২০ সালে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন শশাঙ্ক মনোহর। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। যদিও তার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন। খাজার পর সেই বছরের নভেম্বরে পূর্ণ মেয়াদে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পান গ্রেগ বার্কলে। এদিকে বাংলাদেশ সফর শেষে তিনি আইপিএলের ফাইনাল দেখতে ভারতে পাড়ি জমাবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply