
আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, স্টাফ রিপোর্টার: র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউপি’র মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রাম থেকে ৩.১ কেজি হেরোইনসহ এবরান আলী (৫৫) গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ০১:০৫ ঘটিকায় এবরান আলীকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর আলাদাভাবে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রক্ষিত বাদামী রংয়ের ৩,১০,০০,০০০ (তিন কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ৩.১ (তিন দশমিক এক) কেজি মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply