শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সারা বাংলাদেশের মানুষকে জানানোর দরকার: রাহা মাহমুদা পলি আবারো বাসে গণধর্ষণ শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার তিন পলাশবাড়ীতে আনন্দঘন পরিবেশে সাংবাদিক বিদুষ রায়ের জন্মদিন পালিত ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো হবিগঞ্জের কারাগারে ১৮৮ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে মিনিস্টারের ‘নির্বাচনী উৎসব’: টিভি ও ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন চুয়াডাঙ্গায় ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনা কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে শীতার্ত, ভাসমান ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত জাহান

ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

শ‌হিদুল ইসলাম: ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, বিশিষ্ট লেখক ও সংবিধান বিশেষজ্ঞ, রাষ্ট্রচিন্তক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদের লিখিত দুটি গ্রন্থের প্রকাশনা মোড়ক উম্মোচন উপল‌ক্ষ্যে ১৫ জানুয়া‌রি ২০২৬, বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, আইনের শাসন হলো গণতন্ত্রের মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি আইনের শাসন ছাড়া গণতন্ত্র মূখ থুবড়ে পড়ে। আইনের শাসন থাকলে দেশ উন্নত হবে, সবার উপকার হবে, আসবে বিদেশী বিনিয়োগ। স্বচ্চতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে আইনের শাসন শুধু কেতাবেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে তার প্রয়োগ আমরা দেখতে পাব না। গণতন্ত্রের মেরুদন্ডসদৃশ আইনের শাসন প্রতিষ্ঠায় ব‍্যারিস্টার নাজির আহমদের সাহসী ও শক্তিমান ক্রিটিক্যাল লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, উচ্চ আদালতে প্রায় পঞ্চাশ লাখের মতো মামলা পেন্ডিং আছে। এতে পাঁচ হাজারের মতো বিচারক নিয়োগ দিলেও রাতারাতি মামলাগুলোর নিষ্পতি হবে না। এক যুগের উপরে সময় লাগবে। এজন‍্য বিকল্প বিরোধ মিমাংসা পদ্ধতির দিকে সংশ্লিষ্টদের সক্রিয় নজর দিতে হবে। প্রচলিত ব‍্যবস্থায় মামুলি বিষয়ে করা মামলার নিষ্পত্তিতে বরং বিবাদ ও কলহ আরো বাড়ায়, সৃষ্টি হয় তিক্ততার। একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ হয়। অপরদিকে মিডিয়েশন ও আর্বিট্রেশন সংশ্লিষ্টদের জন্য “উইন-উইন” ফলাফল নিয়ে আসে।

বই দুটির লেখক সম্পর্কে বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ একজন মেধাবী ও জ্ঞানী ব‍্যক্তি। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন বিষয়ে ও ইস‍্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। দেশ ও সমাজের অনেক অসঙ্গতি ও সত‍্য কথা তার বইতে অত্যন্ত সাহসের সাথে উচ্চারণ করেছেন। তার সৎ সাহসের প্রশংসা করতে হয়। প্রবাসীদের দাবি-দাওয়ার ব‍্যাপারে তিনি সবসময় সোচ্চার। এক কথায় ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের এক গুণী ব্যক্তি, দেশের সম্পদ।

“আইন, সংবিধান ও নাগরিক অধিকার” ও “একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়” এর প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল বিচারক ইকতেদার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এএফএম আব্দুর রহমান।

সাংবাদিক ও আবৃত্তিকারক মো: মঞ্জুর হোসাইন এশার সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এটিএম মিজানুর রহমান, লেখক ও সাহিত্যিক আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট ব‍্যারিস্টার মোজাক্কির হোসাইন ও এডভোকেট পারভেজ হোসেন, শিক্ষাবিদ ড. এম এ আজিজ, বইয়ের প্রকাশক আসাদুজ্জামান সরকার প্রমূখ। বিভিন্ন পেশার ব‍্যক্তিত্বদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল ছিল কানায় কানায় ভর্তি। প্রধান অতিথি বিশেষ অতিথি, সভাপতি ও বইয়ের লেখককে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে মানবিকতা উদাও হয়েছে। সত্যিকারের মানবিক বাংলাদেশ গঠনে বই দুটি খুবই সহায়ক হবে। বই দুটিতে ব‍্যারিস্টার নাজির আহমদ চমৎকারভাবে বাংলাদেশের আর্ত-সামাজিক অবস্থা, সংবিধান, রাষ্ট্র এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সমাজে ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তা ঢুকে পড়েছে। তিনি বলেন, কোর্টের স্ট‍্যাম্পে “আসুন দুর্নীতিকে ঘৃনা করি” লেখার মাধ‍্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করছি যে দুর্নীতি আজ আমাদের জাতীয় সমস‍্যা। দুর্নীতির এ পাদূর্ভাব থেকে বাঁচতে হলে সকলের সামগ্রিক উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে আসন্ন নির্বাচনে দুর্নীতিমুক্ত ব‍্যক্তিদের নির্বাচিত করার জন্য তিনি আহ্বান জানান।

গ্রন্থ দুটির লেখক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, আইন চর্চা হচ্ছে আমার প্রধান পেশা। দীর্ঘ ২৭ বছর ধরে আইনের প্র্যাকটিস করছি। এর বাইরে আমি বাংলাদেশ নিয়ে তন্ময়চিত্তে ভাবি ও পেশোনেটলি লেখালেখি করি। তিনি বলেন, প্রবাসে দীর্ঘদিন ধরে অবস্থান করলেও এই ভূখন্ডের জন্ম নেয়ার জন‍্য এর প্রতি প্রভু পদত্ত তাঁর কর্তব্যবোধ রয়েছে। সংবিধানে লেখা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান কিন্তু বাস্তবে আমরা দেখি তার উল্টো। এ ধরনের দ্বিচারিতা নিয়ে জাতি খুব বেশি এগুতে পারে না, উন্নতির উচ্চ শিখরে উঠা তো দূরের ব্যাপার। তিনি বলেন, আমরা সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকরা হবে একে অন‍্যের শুভাকাঙ্খি ও কল‍্যানকামি।

সভাপতির বক্তব্যে বিচারক ইকতেদার আহমেদ বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ একজন গুনি মানুষ। তার লেখায় চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের ঘুনে ধরা সমাজের চিত্র। বই দুটিতে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়তে ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে কি কি করতে হবে। তিনি বলেন, পাঠকরা বই দুটি পড়লে নি:সন্দেহে উপকৃত হবেন।

বই দুটির মোড়ক উন্মোচন ও রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS