
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি: ইউনিকর্ন গ্রুপের সঙ্গে এক গুরুত্বপূর্ণ শিল্প বৈঠকে অংশ নেন এ দেশের লিফট ও এলিভেটর ইন্ডাস্ট্রির শীর্ষ উদ্যোক্তারা । এই মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রির বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইউনিকর্ন গ্রুপ আয়োজিত ” এলিভেটর ইন্ডাস্ট্রি লিডার্স মিট ” এ অংশগ্রহণকারী উদ্যোক্তারা লিফট সেক্টরের মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের ওপর জোর দেন। আলোচনায় উঠে আসে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যৌথভাবে বাজার সম্প্রসারণের বিষয়গুলো ।
ইউনিকর্ন গ্রুপ বিশ্বাস করে, সহযোগিতাই একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী লিফট ইন্ডাস্ট্রি গঠনের মূল চাবিকাঠি । এই ধরনের শিল্প সংলাপ পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি সেক্টরের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
ইউনিকর্ন গ্রুপ আগামীতেও লিফট ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে এমন গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
ইউনিকর্ন গ্ৰুপ এর কর্পোরেট অফিসে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর এন্ড লিফট ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুর রহমান, সেক্রেটারি মো:শফিউল আলম উজ্জ্বল, হিডক্স এলিভেটর আসানসোর তুর্কির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো: ফরিদুর রেজা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইজিটেক লিফট এন্ড এস্কেলেটর এর ম্যানেজিং ডিরেক্টর তালাল মো: তাহসিনুল কাদির, আজো এলিভেটর এর ডিরেক্টর মো: ওয়াহিদ আলম দেওয়ান, বন্ধন প্রকৌশলী বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন, সুইফট টেকনোলজিস এন্ড সুইফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: এর হেড অব সেলস মো : সোহেল আহমেদ প্রমুখ।
ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল এর সভাপতিত্বে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ , ডিরেক্টর আহসান হাবিব ফাহিম , হেড অফ সেলস সামেদ পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।
ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল বলেন , এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, স্বচ্ছ ব্যবসায়িক নীতি এবং গ্রাহকদের অটুট আস্থার প্রতিফলন । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্জন আমাদের আগামীর পথ চলাকে আরও সুদৃঢ়, দায়িত্বশীল ও লক্ষ্যনির্ভর করবে । সবার সহযোগিতা, বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় শক্তি । ভবিষ্যতে এলিভেটর সেক্টরে ভ্যাট ট্যাক্স মূল্য বৃদ্ধির আগে সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাঁরা যেন এই বিষয়টাকে নিয়ে একটু বিবেচনা করবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply