বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি আমার দীর্ঘ দিনের ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা- শামা ওবায়েদ ইসলাম রিংকু উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বরিশাল বিভাগে ভোটের লড়াইয়ে ৩ নারী প্রার্থী…! কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি উত্তর মান্ডায় লিটনের জুয়ার আস্তানায় অভিযান: ১৭ জুয়াড়ি আটক, দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগ অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত

বিনা অপরাধে সাংবাদিক নুরুল হোসাইন গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

কামরুল ইসলাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল হোসাইনকে বিনা অপরাধে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্র জানায়, কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কারণ ছাড়াই সাংবাদিক নুরুল হোসাইনকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই গ্রেপ্তার কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং সমগ্র সাংবাদিক সমাজ ও গণতান্ত্রিক অধিকারকে ভীত করার অপচেষ্টা।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন,
“সাংবাদিক নুরুল হোসাইন দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত।”

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা লিখছেন—
“কলম থামবে না, সত্য চাপা পড়বে না।”

সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী দিনে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS