
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠন। দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে:জান্নাতুল হক শাপলা.সভাপতি.সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সাবেক সদস্য. বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা দল।
রায়পুরা-৫ আসনের ধানেরশীষেপ্রতীকের বোট চাইলেন। আরফিনা আসাদ সভা নেত্রী.রায়পুরা উপজেলা মহিলা দল. আশরাফুল ইসলাম চঞ্চল বলেনদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর।নাজিম উদ্দিন নাজিম সভাপতি.মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল। মো:মামুন সরকার. মোবারক হোসেন. সবুর হাজারী.আমজাদ হোসেন ও আনোয়ার পাশা। সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply