
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, বোয়ালখালী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় আজ ১৩ জানুয়ারি, মঙ্গলবার, বিকাল চারটায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, তরুণ সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, আয়েশা সিদ্দিকা কেয়া, নয়ন আকতার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পাহাড় ও কর্ণফুলী নদী বেষ্টিত উপজেলা হওয়ার পরেও পরিবেশ বিপর্যয়ের ফলে ক্রমাগত কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। একসময় বোয়ালখালী উপজেলা পানিকচু ও লতিরাজ কচুর জন্য বিখ্যাত হলেও অবাধে পরিবেশ বিপর্যয়ের ফলে সেই ঐতিহ্য হারাচ্ছে।
বক্তারা বোয়ালখালীর হারানো গৌরবকে ফিরিয়ে আনতে সরকারের দপ্তরকে কৃষিসম্ভাবনা খাতকে কাজে লাগিয়ে বোয়ালখালীর কৃষি ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply