
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জানুয়ারি সোমবার বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সভায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা সপ্তাহের কর্মসূচির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা তুলে ধরা গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় কমিটির সদস্য সচিব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কর্মসূচির সময়সূচি, মূল্যায়ন পদ্ধতি এবং বিভাগীয় পর্যায়ে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত প্রদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply