মামুন মোল্যা, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর ( বুধবার) বিকালে কালিয়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠান কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বরত আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আব্দুল মোমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃছালাম ফয়জুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মামুন বিশ্বাস সহ উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কালিয়া উপজেলা কমিটির সভাপতি : মামুন মোল্যা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি মো ফশিয়ার শেখ, শিক্ষক-শিক্ষার্থী, চেয়ারম্যান, মেম্বার, এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন। পিঠা উৎসবের স্টলে উদ্যোক্তারা প্রদর্শন করেন দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ প্রায় ২০ ধরনের পিঠা। দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে পিঠার স্বাদ নেন এবং বিভিন্ন ধরণের পিঠার প্রশংসা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply