সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৬ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, আজিজ পাইপস, বারাকা পতেঙ্গা পাওয়ার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও আলহাজ্ব টেক্সটাইল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply