বছরের পর বছর রাজনৈতিক ক্ষমতার ছায়া ব্যবহার করে অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি, প্রভাবশালী পদ দখল ও প্রভাব খাটানোর একের পর এক অভিযোগ ঘিরে ফেলেছে ব্যবসায়ী আমজাদ হোসেন–কে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী মহল দাবি করছে,তার উত্থান কোনোভাবেই স্বাভাবিক নয়,বরং ক্ষমতাসীন মহলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব অর্জন অসম্ভব।
অভিযোগ থেকে জানাজায়, গত এক দশকে আমজাদ হোসেনের সম্পদ কয়েক গুণ বেড়েছে, যার উৎস স্পষ্ট নয়। অভিযোগকারীরা বলছেন, তার বিরুদ্ধে যে আর্থিক অনিয়ম, রাজনৈতিক সুবিধা গ্রহণ ও অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেনের কথা শোনা যায়, সেগুলো কখনোই খোলাখুলি তদন্তের আওতায় আসেনি।
ব্যক্তিগত জীবনের বিতর্ক—গুলশান থানায় তরুণীর মামলা,উত্থানের পাশাপাশি ব্যক্তিগত বিতর্কও পিছু ছাড়েনি আমজাদ হোসেনের। এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগে গুলশান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন।
এফবিসিসিআইয়ের পরিচালক জনতা ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মহলের মতে, তার পারিবারিক প্রভাবও ব্যাপক। তার বাবা মোহাম্মদ আকরাম হোসেন ১৯৯০–৯২ সালে এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। সূত্রের দাবি—পরিবারের এই প্রভাবের জোরেই বহু জায়গায় আমজাদ হোসেন সুবিধা লাভ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন—সবচেয়ে বড় প্রশ্ন,সবচেয়ে আলোচিত বিষয়—বহু বিতর্ক, মামলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকার পরও কীভাবে আমজাদ হোসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (BOA) ২০২৫ সালের নির্বাচনে উপ-মহাসচিব পদে প্রার্থী হতে পারলেন।
স্থানীয় দাবি আরও কঠোর যে ব্যক্তি নানা অভিযোগের মুখে, যে ব্যক্তির সম্পদের উৎস প্রশ্নবিদ্ধ, তিনি কীভাবে জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ? ক্ষমতার ছত্রছায়া ছাড়া এটি অসম্ভব।
এলাকাবাসী, ভুক্তভোগী ও ব্যবসায়িক মহলের দাবি,আমজাদ হোসেনের সম্পদ কোথা থেকে এল? কোন পরিচয়ে তিনি একের পর এক প্রভাবশালী পদ দখল করলেন? রাজনৈতিক ছায়া ছাড়া কি এসব সম্ভব?তাদের মতে,এখনই সময় একটি পূর্ণাঙ্গ, স্বাধীন, স্বচ্ছ এবং কঠোর তদন্ত চালানোর। যদি অভিযোগ সত্য হয়, তবে তাকে আইনের আওতায় আনা ছাড়া বিকল্প নেই বলে দাবি করছে সংশ্লিষ্টরা। এবিষয়ে তার মুঠোফোন একাধিক বার কল করা হলে তিনি কল ধরেনি। বিস্তারিত দ্বিতীয় পর্বে
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply