ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও রাইজিং বিডির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদের মাতা নুরের নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫) রাত ১১টায় নারায়ণগঞ্জের সানারপাড়ে নিজ বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। এর আগে ২০২৩ সালে হাসান মাহমুদের পিতা মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ১১টায় নামাজে জানাযা শেষে ফেনী জেলার ফেনী থানার অর্ন্তগত ভালুকিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাসান মাহমুদের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply