বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

সেমস-গ্লোবালের আয়োজনে ঢাকায় ১৩ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫:
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নিচ্ছে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩ দিনে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা, উদ্ভাবন প্রভৃতি বিষয়ে আলোকপাত করবেন। আর্কিকানেক্ট এর সহ-আয়োজনে প্রদর্শনীর প্রথম দিন, বৃহস্পতিবার ১৩ নভেম্বর, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘সিমবায়োটিক গ্রাউন্ডস: রিফ্রেমিং আর্কিটেকচার থ্রু কনটেক্সট, ক্রাফট, অ্যান্ড সারকুলারিটি’ শীর্ষক সেমিনার; প্রদর্শনীর দ্বিতীয় দিন, শুক্রবার ১৪ নভেম্বর, গ্র্যান্ড পাওয়ার লিমিটেড এর সহ-আয়োজনে বিকাল ২:৩০ থেকে ৩:৩০ ‘দ্য ফিউচার অব পাওয়ার জেনারেশন ইন বাংলাদেশ’ এবং আর্কিকানেক্ট এর সহ-আয়োজনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ডেল্টাক্রাফ্ট – দ্য পোয়েট্রি অব ট্যাংজিবল ফর্ম অ্যান্ড ইন্ট্যাংজিবল সোল’ শীর্ষক সেমিনার; প্রদর্শনীর শেষ দিন, শনিবার ১৫ নভেম্বর, আর্কিকানেক্ট এর সহ-আয়োজনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ফিউচার প্রুফিং বাংলাদেশ থ্রু গ্রীন অ্যান্ড রেজিলিয়েন্ট বিল্ডিংস’ এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘দৃষ্টিকোণ – সৃষ্টিকোণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করছে। ২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘ইনোভেশন এন্ড পার্টনারশিপ ফর সাসটেইনএবল এনার্জি ট্রাঞ্জিশন – (Innovations & Partnerships for Sustainable Energy Transition)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী চারটি মূল বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হবে; সকাল ৯:৩০ – ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘গ্রিন কুলিং, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি: অ্যাকসেলারেটিং বাংলাদেশ-এর লো-কার্বন ফিউচার’; সকাল ১১:৩০ – দুপুর ১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ফস্টারিং সিনার্জি ফর গ্রিন স্কিলস ডেভেলপমেন্ট’; বিকাল ২:০০ – ৩:২০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘অ্যাকসেলারেটিং দ্য এনার্জি ট্রাঞ্জিশন: প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন ইন বাংলাদেশ-এর রুফটপ সোলার প্রোগ্রাম’; এবং বিকাল ৩:৩০ – ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস (CPPAs): দ্য নেক্সট ফ্রন্টিয়ার ফর গ্রিন ইন্ডাস্ট্রি’। বিল্ড সিরিজের অংশ হিসেবে এবারের প্রদর্শনীতে সেমস-গ্লোবালের ‘কমিটমেন্ট টু দ্য কমিউনিটি’ উদ্যোগের অধীনে এবং আর্কিকানেক্টের সহযোগিতায় অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন প্রদর্শনী ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স (Architecture of Resilience)’। বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটালি ২০০০–২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন, আইসিসিবির ৪ নম্বর নবরাত্রি হলে প্রদর্শিত হচ্ছে, যা সমকালীন স্থাপত্যে উদ্ভাবন এবং টেকসই নকশার গুরুত্বকে প্রতিফলিত করছে। এছাড়া প্রদর্শনীসমূহের ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছেন ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী। সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS