পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৪০ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৫ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে এককভাবে এসিআইয়ের শেয়ার প্রতি ৪৫ টাকা ৫২ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ছিল ৩৮ টাকা ২৫ পয়সা।
গত বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৫ টাকা ৮২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৫ টাকা ৭৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৯ টাকা ৩১ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply