শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলের কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিকের বিজয়ের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ০৪ নং মাউলী ইউনিয়ন, ১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী সেলিম আহম্মেদের সঞ্চলনায় ও মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় :- প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য  ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের এমপি ও উপজেলার চেয়ারম্যানেরা এলাকার কোন উন্নয়ন করছে বলে আমার জানা নেই। শুধু নিজেদের পকেট ভারী করেছেন। তিনি আরো বলেন, বিগত সরকার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। ভোটের আগে মিষ্টি কথা, মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ব্যবহার করেছে। অথচ ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, অধিকার কেড়ে নিয়েছে, আর রাজনৈতিক ষড়যন্ত্রে সেই হিন্দু সম্প্রদায়কেই আবার দোষারোপ করেছে! এটা শুধু অন্যায় নয়, এটা এক প্রকার বিশ্বাসঘাতকতা! ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে-কিন্তু যারা প্রতিশ্রুতি ভেঙে মানুষের আশা ভেঙে দেয়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে! আমি স্পষ্ট করে বলতে চাই-আমরা কারও ধর্মীয় পরিচয় দেখে নয়, মানুষের অধিকার দেখে রাজনীতি করি। আগামী দিনে কোনো সরকার যেন আর হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, আবার তাদের উপর দোষ চাপাতে না পারে-এটাই আমাদের সংগ্রাম, এটাই আমাদের শপথ! সব শেষে বলতে চাই এই দেশ টা সবার সমান অধিকার, তাই মসজিদে আযান হবে, ঘন্টা বাজবে মন্দিরে। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ সহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচীত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপির ১নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা নুরুল হক, নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন সবো,জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন খান,খাশিয়াল ইউনিয়ন বিএনপি সভাপতি নওশের আলী বিশ্বাস, ফহরডাঙ্গা ইউনিয় বিএনপি সভাপতি কাবুল হোসেন,মাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম( ইয়ার আলী) ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো : সুহাগ শেখ,সাংগঠনিক সম্পাদক মো: হানিফ ফকির, নড়াগাতী থানা ছাত্র দলের সভাপতি মিশান মির, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান মামুন, নড়াগাতী থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির,থানা যুবদলের সাধারন সম্পাদক চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, নড়াগাতী থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল খানসহ উপস্থিত ছিলেন, মাউলী ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মো : মনিরুল শেখ, চেয়ারম্যান পদপ্রার্থী মো মুক্তার শেখ প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS