আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৪৩ কোটি ৬৮ লক্ষ ৫৮ হাজার ২০৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৯৭ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৩৮৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৭০ পয়েন্ট বেড়ে ৫৬৩১.৬২ ডিএস-৩০ মূল্য সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে ২১৯৫.৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৫ পয়েন্ট বেড়ে ১২৩৩.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ব্যাংক, খান ব্রাদার্স পিপি, যমুনা ব্রাংক, মালেক স্পিনিং, তৌফিকা ফুড, ইনটেক লি., সোনালী পেপার ও চার্টর্ড ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লি. বিডিকম, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., মুন্নু সিরামিক, সোনালী পেপার, এআইবিএল ফার্স্ট ইসলামিক মি. ফা. ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এইচ আর টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিাজং, সমতা লেদার ও আইএসএন।
Design & Developed By: ECONOMIC NEWS