শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৮ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। একই বছরের শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তবে এজিএমে অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।
Design & Developed By: ECONOMIC NEWS