রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

সংস্কারের নামে কুসংস্কার চলবে না : গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কিন্তু কুসংস্কারে নয়। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিআর পদ্ধতির কথা বলেন, তারা পিছনের রাস্তা ধরেছেন। বিএনপি সামনে এগোতে চায়। বিএনপি সরাসরি ভোটে বিশ্বাস করে। পিআর পদ্ধতিতে আপনি কাকে ভোট দেবেন তা আপনি জানবেন না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়।

গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাব সেটা ভাবা মানে বোকার স্বর্গে বাস করা। ১৯৭১ সনে যে কাজটা বাকি ছিল, সেটা ২০২৪ সালের জুলাইয়ে সম্পন্ন হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদার। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।

জামায়াত প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে যদি জনগণ আপনাদের ভোট দেয়, আমরা সম্মান জানাব। তবে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের আস্ফালন মেনে নেওয়া যাবে না। আমরা ক্ষমা করেছি, ভুলে যাইনি। জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে কৃতজ্ঞতার মানে এই নয় যে, আমরা লুটপাট করেছি আর সবকিছু একাই ভোগ করেছি। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকারের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা ক্ষমতার জন্য পাগল নই, আমরা পাগল হয়েছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মেনে নিতে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের জনসমক্ষে বলতে হবে।

অনুষ্ঠানে নিহত চার শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS