স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার (৯ মে) রাত ৮টায় ভার্চুয়ালি বৈঠকটি হবে। এদিন দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, রাত ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হবে। এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।
দলীয়সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে চলমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করার যে সিদ্ধান্ত ছিল, তা আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এছাড়াও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply