দিনাজপুর প্রতিনিধি: “স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জালি”- এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১৯ জুন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটির নেতৃত্ব দেন এডিসি (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ সহ অতিথি বৃন্দ।
র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুর রহমান সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।
শিশুশ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য তুলে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনে শর্ত সাপেক্ষে শিশুর কাজের সর্বনি¤œ বয়স ১৪ বছর নির্ধারন করা হয়েছে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। আইএলও কনভেনশন ১৩৮ ধারাটি শিশুর নূন্যতম বয়স সম্পর্কিত এবং আইএলও কনভেনশন ১৮২ধারাটি শিশুর জন্য ক্ষতিকর কাজ সম্পর্কিত। বাংলাদেশ সরকার কর্তৃক কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরিত হয়েছে এবং কনভেনশন ১৮২ স¦াক্ষরিত হয়েছে। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ এ বলা হয়েছে বাংলাদেশ আর্থ-সামাজিক দুরবস্থা শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ।
এ ব্যাপারে শিশু শ্রমের কুফল সম্পকে অভিভাবকদের এই অসচেতনা বা উদাসীনতায় দেশে শিশ্রম বাড়ছে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেন, শিশুরাই আগামী জাতীর ভবিষ্যত। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিশুশ্রম একটি বৈশিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্থ করে পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে। তাই আসুন আমরা একযোগে সকলে মিলে শিশুশ্রম কে প্রতিরোধ করি এবং সকলে বলি “শিশুরা স্কুলে যাবে, কাজে নয়”।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন কতৃর্ক প্রদানকৃত শিক্ষা উপকরণ দশ জন শিশুর মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply