দিনাজপুর প্রতিনিধি: সারা দেশে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবীতে মোটর সাইকেলে করে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়কে প্রদক্ষিন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ এর আমির হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী এ দাবী তুলে ধরেন।
২৩ মে শুক্রবার জুমা’র নামাজ শেষে দিনাজপুরের বীরগঞ্জে গোলাপগঞ্জহাট বাজার জামে মসজিদ থেকে প্রধান অতিথির নেতৃত্বে মুসল্লীদের একটি বিশাল মোটরসাইকেল বহর চকদফর, কুতুলপুর, চৌদ্দহাতকালি হয়ে আবারও গোলাপগঞ্জ এসে পথসভা করে।
সমাবেশে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের কারা নির্যাতিত আমির হযরত মাওঃ মুফতি নুর হুসাইন নুরানী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, অতিসত্বর আহমেদিয়া জামায়াত তথা মুসলিম নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন।
তিনি আরও হুসিয়ারী দিয়ে বলেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্রামীন সড়কে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লী বিক্ষোভ ও সমাবেশ অংশ নেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply