শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

বীরগঞ্জে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের ভোগডোমা আশ্রয়ন প্রকল্পে পুনঃনির্মিত পাকা ঘর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে।

ঘটনাটি ঘটে ২১ মে বুধবার সকাল ৮ টার দিকে পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ন প্রকল্পে পুনঃনির্মিত পাকা ঘর দখলকে কেন্দ্র করে।

আহতরা হলেন ঘর ও জমির প্রকৃত মালিক দাবিদার মৃত আবুল কালামের কন্যা ও সুকুমুদ্দিনের স্ত্রী নাজমা বেগম (৪৫), মৃত আব্দুল মজিদের পুত্র সুকুমুদ্দিন (৫৫), তাদের ছেলে আলমগীর (২৫) এবং আলমগীরের স্ত্রী রুবিনা (২০) এবং জবর দখলকারী প্রতিপক্ষ মৃত আব্দুল মজিদের পুত্র তারা মিয়া (৩৫) ও মনু মিয়া (৪০)।

সুকুমুদ্দিনের স্ত্রী আহত নাজমা বেগম জানান তারা উত্তরাধিকার সূত্রে প্রকৃত মালিক। কেননা আহতরা মৃত আবুল কালাম আজাদের ওয়ারিশ এবং ওই আশ্রয়ন প্রকল্পের ১৮৩৯/১৮৭০ দাগে বাস্তু ৮ শতাংশ এবং আবাদি ৩৮ শতাংশ মোট ৪৬ শতাংশ জমি বিগত ১৬ এপ্রিল’২০০১ সালে সরকার কর্তৃক ৩৫৮৭ নম্বর দলিলে প্রাপ্ত হয়েছেন। দীর্ঘদিন যাবত ভোগ দখল করছেন। কিন্তু সম্প্রতি ভূতপূর্ব ইউএনও ফজলে এলাহী টিনের ব্র্যাক গুলো ভেঙ্গে পাকা ঘর নির্মানকালে অতি সুক্ষ্ম কৌশলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলামের দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মজিদের পুত্র তারা মিয়া কে নতুন নির্মিত পাকা ঘরে ঘুষ বানিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দিকে বিশৃংখলা সৃষ্টি করেছে।

সুকুমুদ্দিন জানায়, ঘর দখলের ঘটনাটি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রচার করার পরে দখলদারেরা আমাদেরকে হত্যার উদ্দেশে সন্ত্রাসী আক্রমন চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে।

প্রতিপক্ষ আহত মনু মিয়া জানায় তারা কোন ঘর দখল করে নাই, আবুল কালাম মৃত্যুর পর পরিত্যাক্ত ছিল। ভূতপূর্ব উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার তাকে সেখানে থাকতে বলেছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের সাথে কথা হলে তারা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন এবং হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন মর্মে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS