গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “নির্দিষ্ট অভিযানের অংশ হিসেবে ফরহাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply