শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের নতুন কমিটি অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) ২০২৫-২০২৮ মেয়াদী নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়।  কো চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার রীটকারীদের নেতা মোহাম্মদ আবদুল অদুদ,দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি, আন্তর্জাতিক সম্পাদক পদে আফরিন প্রমি, নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘’বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমুহের সাথে যোগাযোগ রক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ‘হোমোক্রেসি’ নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্ণাল উপহার দিবো।’’ এসময় তিনি শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানান। তিনি আরো বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন।নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS