রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউরোপ চাইলে ইউক্রেনের উপর চাপ তৈরি করে ও তাদেরকে অস্ত্র সরবরাহ না করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে। খবরে বিবিসি।
প্রথমবারের মত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন এ সংবাদ জানিয়েছেন।
ম্যাঁক্রো বরাবরের মত এবারও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর জন্য বলেন। সেই সাথে যুদ্ধে জড়িতে দু’দেশের নেতাদের শান্তি আলোচনায় বসার ও মারিয়াপোলে আটকে থাকা নিরস্ত্র ইউক্রেনীয় নাগরিকদের সরিয়ে নেওয়ারও আহবান জানান তিনি।
এদিকে রুশ প্রস্তাবকে পাত্তা না দিয়ে ইউরোপ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম সরবরাহ করেছে।
গতকাল (৩ মে) মঙ্গলবার যুক্তরাজ্য ইউক্রেনে বড় একটি অস্ত্রের চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে পাঠানো ৩৭৬ মিলিয়ন ডলারের অস্ত্র সরঞ্জামের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তু শনাক্তে ইলেক্ট্রিক যুদ্ধাস্ত্র, রাডার সিস্টেম, জিপিএস জ্যামার ও অন্ধকারের শত্রুশনাক্তে নাইট-ভিশন যন্ত্রাংশ।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনাদের উত্তরাঞ্চলীয় ইউক্রেনে সরিয়ে নিয়েছে। মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির একটা বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। আর সেখানেই ইউক্রেনের সেনাবাহিনীরা তাদেরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করছে। একে যুদ্ধাপরাধ মনে করে রুশ প্রেসিডেন্ট প্রতিপক্ষ বাহিনীকে অস্ত্র পাঠাতে নিষেধ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply