ভারতের গুজরাটে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর একজন পাইলট নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে গুজরাটের জামনগরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর ওই উড়োজাহাজটি গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্তে বিমান বাহিনীর একজন পাইলট মারা গেছেন। উড়োজাহাজ থেকে নিরাপদে বেরিয়ে আসা আরেক পাইলট জামনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির সম্মুখীন হয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। টুইন-সিটার জাগুয়ারটি নিয়মিত প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply