নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিঞাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুরে পৌর শহরের পুরানো শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোনায়েম মিঞা বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, মোনায়েমের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply