হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ষাঁড় গরু এবং বাছুর সহ ৪ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) ভোর পৌনে ৬ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চুনারুঘাটের গুইবিল বিওপির টহলদল নায়েব সুবেদার মো: তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ডুলনা চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে চোরাকারবারিররা বিজিবি টহল দলের উপস্থিতি টের পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ টি ষাঁড় গরু এবং ১ টি গাভী বাছুরসহ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫ হাজার টাকা আটককৃত গরু আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে ও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply