করোনা মহামারির কারণে দীর্ঘ সময় বিলম্বের পর গত নভেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফলের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। একই দিন সার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply