রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি সন্দেহ জাগবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নির্বাচন নিয়ে গড়িমসি কেন’ এমন প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কেউ কেউ বলছেন, এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না। এটা আরও পিছিয়ে দিতে হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সেখানে সহযোগিতা করবেন। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, তবে ডিসেম্বর কেন জুলাইয়ের মধ্যেও নির্বাচন করা সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সন্দেহ জাগবে।’

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

‘ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। ভারতের যা ইচ্ছা হতো হাসিনার মাধ্যমে তা করত। আর হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত যা বলত, তাই করত। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত। শেখ হাসিনা ছিল দস্যু দলের সরদারনি, যখন যা ইচ্ছে করেছে, তাই করেছে।’

বিএনপিনেতা রিজভী বলেন, ‘যে অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে সেই অভিযোগের সঙ্গে তার যোগাযোগই নেই, সংশ্লিষ্টতা নেই। ওটার ওপর শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট সাজা দিয়ে দিল পাঁচ বছর। আবার যত ওপরের কোর্টে যাওয়া যায় তারা আরও বেশি করে সাজা দিয়ে দেয়। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ সম্পাদনা করেছেন আদালতের মাধ্যমে। কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার, শেখ হাসিনা যা বলত, তাই হতো। শেখ হাসিনা রক্ত নিয়ে প্রতারণা করেছেন। তিনি শহীদদের সঙ্গে অপমানমূলক আচরণ করেছেন। শহীদদের সঙ্গে বেইমানি করেছেন শেখ হাসিনা।’

ভারতের প্রসঙ্গ টেনে রিজভী আরও বলেন, ‘ভারত আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা করে। ভারত যুক্তরাজ্যে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করে কেন? বাংলাদেশে সরকার নেই? বাংলাদেশ একটি স্বাধীন দেশ নয়? বাংলাদেশের একটি জাতীয় পতাকা আছে। এর একটি জাতীয় সংগীত আছে। তো বাংলাদেশ নিয়ে আপনার এত মাথাব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে?’

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS