সাবেক বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য টিপু মুনশি এবং তাঁর স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক মহাপরিচালক বলেন, টিপু মুনশির বিরুদ্ধে পাঁচ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
পৃথক মামলায় টিপু মুনশির আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে চার কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির নামেও কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, তাঁরা বিভিন্ন কোম্পানির পরিচালক এবং তাদের নামে বিভিন্ন কম্পানির শেয়ার থাকার কথা জানিয়েছে দুদক। টিপু মুনশির এ দুই মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর একই মাসের ২৯ তারিখে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন টিপু মুনশি।
টিপু মুনশি ২০০৮, ২০১৪, ২০১৮ ২০২৪ সালের সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply