রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

আমাদের প্রধান দাবি দ্রুত অবাধ নিরপেক্ষ নির্বাচন : ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এখন আমাদের প্রধান দাবি হচ্ছে দ্রুত একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অনেকেই বিভিন্নভাবে প্রচার করছে, মসজিদে গিয়ে কথা বলছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে রমজানের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুনা এ কথা বলেন।

ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, দেশি-বিদেশি শক্তির সমন্বয়ে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার। এ জন্য আমাদের সজাগ থাকতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনেকেই এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি করছে।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, আপনারা দেশের পরিস্থিতি দেখছেন। পুলিশ প্রশাসন কাজ করছে না, সিভিল প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। সব জায়গায় একটা স্থবিরতা। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে সম্পূর্ণভাবে গড়ে তোলা সম্ভব না। সেটা শুধু পারবে একমাত্র নির্বাচিত সরকারই। তাই এখন আমাদের প্রধান দাবি হচ্ছে দ্রুত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। অনেকেই বিভিন্নভাবে প্রচার করছেন, মসজিদে গিয়ে কথা বলছেন। অনেকে আবার বেহেশতের টিকিটও বিক্রি করছেন। দলের মতবাদ বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। এ রকম প্রচার থেকে সবাই সতর্ক থাকতে হবে। আমরা দেখছি কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করেছে। এখন আবার তারা অনেক কথা বলছে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা সব মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি।

অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে প্রায় আট লাখ টাকার খাদ্য বিতরণ করা হয়।

বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের বিডি টিম ম্যানেজমেন্টের সভাপতি আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হোসাইন আহমদ ও যুগ্ম সদস্য সচিব ফখরুল রেজার যৌথ পরিচালনায় এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS