শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশের ঘোষণা দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে আল-আমিন কেমিক্যাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ফাইন ফুডস

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল: আইনজীবী শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ১০০ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০০টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি। গুম হওয়া ১০০ জনের মধ্যে ৯৫ জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র‌্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক উর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন, মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ের ডাকের মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভিকটিম পরিবারের সদস্য রমিজ উদ্দিন রাজু, নাসিমা আক্তার, জাহিদ খান সাকিল, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কানিজ ফাতেমা রিতা, রওশন আরা, মনোরম পলক, গুম ফেরত মোঃ  ইকবাল হোসেন সরকার, মোঃ জায়েদুর রহমানসহ প্রমুখ।

মায়ের ডাক এর নেতৃবৃন্দ ট্রাইব্যুনালে অভিযোগ প্রেরণ করার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এড. তাজুল ইসলামের সাথে  তার কার্যালয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, যারা অপরাধী তারা যত শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। আপনারা আপনাদের কাছে সকল রকম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে কোন মূল্যে আমরা অপরাধীদের বিচার করবই। কোনভাবে আমরা টাকার কাছে বিক্রি হবো না। তিনি আরও বলেন আপনারা আপনাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS