হাতীবান্ধা প্রতিনিধিঃ তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেল মিয়া, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হাছেন আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, জাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শওকত হোসেন, উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ সহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply