বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ কাল্বের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় উপ-পরিচালক নিবন্ধন মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল।
ভোট গ্রহণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদে আমতলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান মই প্রতিক নিয়ে ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সালেহা করিম দাখিল মাদ্রাসার ছানোয়ার হোসেন মাছ প্রতীক নিয়ে ৩৯২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
ইতিপূর্বে সফিকুল ইসলাম চেয়ারম্যান পদে ও ট্রেজারার প্রতাপ চন্দ্র রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট অনুষ্ঠিত হলো ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ডিরেক্টর পদে।
কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আকতার জানায়, সমবায় রেজিঃ নং- ৫৩/০৪, কাল্ব সদস্য নং- ৫৪৩ এর আওতায় ১২৭৭ জন ভোটার। তফশিল অনুযায়ী ২৬/২৭ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ বিক্রয়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৯ জানুয়ারি যাচাই-বাছাই, ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হয়েছে। ১১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply