রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ফুলছড়িতে জমা জমি বিরোধের জেরে সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

কেএম জহুরুল হক
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ফুলছ‌ড়ি,গাইবান্ধা প্রতি‌নি‌ধিঃ  গাইবান্ধা ফুলছ‌ড়ি‌ উপজেলার কাতলামারিতে জমাজ‌মি নিয়ে বিরোধের জেরে ৩ জন গুরুতর আহতের ১জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার ২৮ জানুয়া‌রি  সন্ধ্যা নামার কিছু ক্ষন আগেই  গাইবান্ধা ফুলছ‌ড়ি উপজেলার  কাতলামা‌রির নবাবগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে । এসময় সেনা ও একই প‌রিবারে পু‌লিশ সহ মোট তিন জন গুরতর আহত হয়।

প্রত‌্যক্ষ‌ দর্শী সাজু মিয়ার স্ত্রী রতনা বলেন আজ সকালে ১০ ঘ‌টিকায় (সাবেক ইউপি সদস‌্য) মধু ব‌্যাপারি ও তার ছেলেরা জমিতে সেচ দেবার জন‌্য পুকুরে স‌্যালো মেশিন বসান । উক্ত জ‌মি নিয়ে পূর্ব থেকেই  মধু ব‌্যাপা‌রি ও মু‌ক্তিযোদ্ধা আনসার আলির প‌রিবারের সাথে দ্বন্দ চলছে যা এখনও আদালতে বিচার‌ধীন রয়েছে ।

এর কিছু সময় পরে মু‌ক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে  পু‌লিশ -জা‌কির হোসেন, সেনা সদস‌্য – রুহুল আমিন ও রতন মিয়া জ‌মিতে সেচ না দেবার জন‌্য মধু ব‌্যাপারি ও তার ছেলেদেরকে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ‌্য কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে মধু ব‌্যাপা‌রি পক্ষের প্রায় ১০ থে‌কে ১৫ জন জা‌কির হোসেন, রুহুল আমিন ও রতন মিয়াকে দে‌শিয় অস্ত্র লা‌টিসোটা দিয়ে বেদম মারপিট করতে থাকে।

ঘটনা স্থলে এলাকাবা‌সি পৌছানের আগেই ৩ জনের কে গুরুতর আহত করেন মধু ব‌্যাপা‌রির পক্ষের লোকজন । পরে তাদেরকে গাইবান্ধা  আধু‌নিক সদর হাসপা‌তালে নেয়া হয় ও অবস্থা আশঙ্কা  জনক হলে কর্তব‌্যরত চি‌কিৎসক তিনজন কেই রংপুর মে‌ডিকেল প্রেরন করেন।পরে সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর  সিএমএইচ এ ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অধ্য দুপুর ২ঘটিকার সময় সেনা সদস্য রুহুল আমিন এর মৃত্যু  হয়।  

এ ঘটনায় এ পর্যন্ত  ফুলছ‌ড়ি থানার অ‌ফিসার ইনর্চাজ গতকাল ঘটনা স্থল প‌রিদর্শন করেন এবং দুদু ব‌্যাপা‌রি সহ আরো চার জনকে  আটক করে থানায় নিয়ে আসেন বলে তিনি জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS