ফুলছড়ি,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাতলামারিতে জমাজমি নিয়ে বিরোধের জেরে ৩ জন গুরুতর আহতের ১জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধ্যা নামার কিছু ক্ষন আগেই গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাতলামারির নবাবগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে । এসময় সেনা ও একই পরিবারে পুলিশ সহ মোট তিন জন গুরতর আহত হয়।
প্রত্যক্ষ দর্শী সাজু মিয়ার স্ত্রী রতনা বলেন আজ সকালে ১০ ঘটিকায় (সাবেক ইউপি সদস্য) মধু ব্যাপারি ও তার ছেলেরা জমিতে সেচ দেবার জন্য পুকুরে স্যালো মেশিন বসান । উক্ত জমি নিয়ে পূর্ব থেকেই মধু ব্যাপারি ও মুক্তিযোদ্ধা আনসার আলির পরিবারের সাথে দ্বন্দ চলছে যা এখনও আদালতে বিচারধীন রয়েছে ।
এর কিছু সময় পরে মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে পুলিশ -জাকির হোসেন, সেনা সদস্য – রুহুল আমিন ও রতন মিয়া জমিতে সেচ না দেবার জন্য মধু ব্যাপারি ও তার ছেলেদেরকে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে মধু ব্যাপারি পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন জাকির হোসেন, রুহুল আমিন ও রতন মিয়াকে দেশিয় অস্ত্র লাটিসোটা দিয়ে বেদম মারপিট করতে থাকে।
ঘটনা স্থলে এলাকাবাসি পৌছানের আগেই ৩ জনের কে গুরুতর আহত করেন মধু ব্যাপারির পক্ষের লোকজন । পরে তাদেরকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয় ও অবস্থা আশঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তিনজন কেই রংপুর মেডিকেল প্রেরন করেন।পরে সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ এ ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অধ্য দুপুর ২ঘটিকার সময় সেনা সদস্য রুহুল আমিন এর মৃত্যু হয়।
এ ঘটনায় এ পর্যন্ত ফুলছড়ি থানার অফিসার ইনর্চাজ গতকাল ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দুদু ব্যাপারি সহ আরো চার জনকে আটক করে থানায় নিয়ে আসেন বলে তিনি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply