নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছোট শলুয়া গ্রামের ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম (৪৩) গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরস্থ বাদুরতলা থেকে যাত্রী নিয়ে সরকারি কলেজ রোডে যাচ্ছিলেন। যাত্রাপথে একজন যাত্রী ও প্রাইভেটকার থেকে বের হওয়া ব্যক্তি নিজেদের ডিবি অফিসার পরিচয় দিয়ে তার ইজিবাইকটি দখল করে। কিছু দূর যাওয়ার পর জাহাঙ্গীর আলম তীব্র প্রস্রাবের চাপ অনুভব করে ইজিবাইক থামিয়ে রাস্তার পাশে যান। এ সুযোগে প্রতারকরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
ইজিবাইক চুরির ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৩, তারিখ ০২.১২.২০২৪, ধারা-৩৭৯)। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, এই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিশেষ কৌশল প্রণয়ন ও অভিযান পরিচালনার নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে চৌকস টিম যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১:৩০টায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থানার এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম মো. হারুন মল্লিক @ বাদল (৪২) – পিতা: মৃত চান্দু মল্লিক; সাং: বিলবিলাস, থানা: বাউফল, জেলা: পটুয়াখালী,মো. মতিয়ার রহমান মোল্লা @ মতিন (৫৫) – পিতা: আব্দুল লতিফ মোল্লা; সাং: বিলবাউস, থানা: কালিয়া, জেলা: নড়াইল, মো. হাসান (৩৫) – পিতা: মৃত আজাহার শেখ; সাং: পারহাটঘড়িয়া, থানা ও জেলা: নাটোর,মো. টিটু মল্লিক (৪৫) – পিতা: মৃত বদর উদ্দিন মল্লিক; সাং: দক্ষিণ টেপখোলা, থানা ও জেলা: ফরিদপুর,মো. শাহিদুল মোল্লা (২০) – পিতা: মুরাদ; সাং: বালিদিয়া, থানা: মহম্মদপুর, জেলা: মাগুরা।
পুলিশ চুরি যাওয়া ইজিবাইক, চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার,মাস্টার কী,সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র।ব্যবহৃত মোবাইল ফোন ৬টি উদ্ধার করে।
প্রতারকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি নিজেদের ডিবি, র্যাব, বা সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া করে এবং চালকদের ভুলিয়ে বিভিন্ন কাজ করতে পাঠায়। এসময় তারা ইজিবাইকটি মাস্টার কী দিয়ে চালু করে পালিয়ে যায়।
পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই সফল অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস টিম আন্তঃজেলা চোরচক্রের দৌরাত্ম্য রুখতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply