ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রূপালী ব্যাংকের চুলকুটিয়া জিনজিরা শাখার ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবকে তিন দিনের জন্য রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই আদেশ দেন। এদিন অপর দুই কিশোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দুজনেরই বয়স ১৬ বছর।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হিরন কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে। এরপর গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড এবং দুই কিশোর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
গ্রেপ্তার লিয়নের বাবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।
নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাংকটিতে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রাখে এই আসামিরা। জানতে পেরে স্থানীয়রা তাদের ভবনেই আটকে ফেলে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তাদের আটকসহ জিম্মিদের উদ্ধার করে।
এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply